রাঙামাটি শহরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে শুরু হবে অভিযান। উচ্ছেদ করা হবে ফুটপাতে বসে দোকান দখল মুক্ত, অভিযান পরিচালনা হবে অবৈধ সিএনজির বিরুদ্ধও । বিট পুলিশিং সভারআয়োজন করে কোতয়ালি থানা পুলিশ। শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ডে আজ দুপুরে আয়োজিত সভায় বক্তব্যের বক্তাদের প্রেক্ষিতে পুলিশ সুপার আবু মীর তৌহিদ।
সড়কে শৃঙ্খলা রক্ষা ও দূর্ঘটনা এ ঘোষণা দেন প্রতিরোধে সচেতনতা মূলক।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মহসিন রানা যুগ্ম সম্পাদক, পরিবহন জামাল উদ্দিনসহ ও বসবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভায় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
শুধু নামে এভাবে সভা করলে হবে না। কাল থেকে অভিযান পরিচালনা করা হোক। তবে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। ধন্যবাদ।
হিমেল চাকমা তার বক্তব্যে শুরুর লাইনে বলেছেন বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? গাড়ির স্টিয়ারিং ধরতে জানলে তার হাতে তুলে দেয়া হচ্ছে গাড়ি গাড়ির স্টিয়ারিং ধরতে জানলেই ৷ এরা গাড়ি চালাতে গিয়ে কখনো আমার উপর, কখনো আপনার উপর এরা গাড়ি চালাতে গিয়ে সেই সময় গায়ে গাড়ি তুলে দিচ্ছে, কখনো সে নিজে নিজে উল্টে পড়তেছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ফৌজদারী অপরাধের আওতায়। কিন্তু রাঙামাটি শহরে তো চলছে অহরহ। ডানে সিঙেল দিয়ে বামে যায়, বামে সিঙেল দিয়ে ডানে যায়। কিন্তু তাদের বিরুদ্ধে যারা ব্যবস্থা নেবে তারা তো নিচ্ছে না। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ফৌজদারী অপরাধের আওতায়। শুধু নামে এভাবে সভা করলে হবে না। কাল থেকে অভিযান পরিচালনা করা হোক। সড়কে শৃঙ্খলা ফিরে আসবে তবে ধন্যবাদ। রাঙামাটি শহরে চলা একমাত্র গণপরিবহনে অবৈধ সিএনজি অটোরিকশা চিহ্নিত করতে বিশেষ স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সভা শেষে।