আনসার ও ভিডিপি সদস্যদের দূর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
২৯ আগষ্ট মঙ্গলবার বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপি সদস্যদের দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন থেকে ৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় এবং উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান পিএএমএস।
দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা আবদুল্লাহ।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র এক প্লাটুন সদস্য উপস্থিত থেকে হঠাৎ কোন দূর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস ও বিভিন্ন দূর্যোগ দেখা দেয়, সে দূর্যোগ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে একটি বক্তব্য ও মহড়া প্রদান করে সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়।