আগামী ২৯শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৩’ উদ্যাপিত হবে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে আজ ২২শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সভায় রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট, বিআইআরসি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন সংগঠের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।