১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১২:৩০টায় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি অফিস পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আল মামুন পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এরপর আরএমপি’র একটি চৌকস প্যারেড দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।