“শিক্ষিত মা একটি সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এ শ্লোগানে বন্দরে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) বিকালে বন্দর উপজেলার আলহাজ¦ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

আলহাজ¦ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কামাল হোসেনের সভাপতিত্বে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় দাতা সদস্য ফারহানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন প্রধান বলেন, প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে একদিন বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

উপস্থিত মা ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।

অভিভাবক ও মা সমাবেশে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিরা উপস্থিত ছিলেন।