বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাউসার আশা’র নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃহৎ অংশের আনন্দ র‌্যালীতে যোগদান করেছে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১ সেপ্টম্বর) বেলা ১০ টায় মন্ডলপাড়া সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃহৎ অংশের আনন্দ র‌্যালী বের করা হয়। এর আগে ওই র‌্যালিতে একটি বিশাল মিছিল নিয়ে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যোগদান করেন।

মিছিলে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন মনির, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল হোসেন,নারায়ণগঞ্জ মহানগর স্বেচছাসেবক দল সাবেক সহ সাধারণ সম্পাদক সাঈদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি আহমেদ,বন্দর উপজেলা স্বেচছাসেবক দল নেতা রাকিব,শীভলু, নাজমুল ইসলাম, সজীব, উজ্জ্বল, সাঈদ, জিপু, ইমরান, রিদয়, সানাউল্লাহ, নূরনবী, আশরাফুল, মোঃ হাসান,সজল, সাকিল,শাহা আলী, সোহেল, মহসিন,আফজাল, প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *