ঈদ উপলক্ষে রাজশাহী শহর ছাড়বেন প্রায় চার লাখ মানুষ। যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭০ হাজার এবং বাকি ৩ লাখ ৩০ হাজার মানুষ রয়েছে অস্থায়ী বাসিন্দা। শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করছেন আর এমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম। তিনি বলেন এসব মানুষ রাজশাহী ছাড়বে বাস ট্রেন এবং বিমানযোগে। এর মধ্যে অনেকে রাজশাহী ছাড়তে শুরু করেছেন। সব মিলিয়ে প্রায় ৩০ ভাগ মানুষ রাজশাহী শহর ছাড়বেন। এ শহরে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন।
এদিকে শহর চাড়তে শুরু করলেও রাজশাহীর কাপড়ের বাজারগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন মুসল্লিরা। গত কয়েক বছরের চাইতে রোজার শুরু থেকেই সিল্ক কাপড়ের চাহিদা বেড়েছে এবার। শো-রুমগুলোতে ক্রেতাদেও ভিড়ের পাশাপাশি বেচাকেনাও হচ্ছে বেশ ভালো।