বন্দর সোনাকান্দা এনায়েত নগর ঋষিপাড়া পঞ্চায়েত কমিটি ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পূজা কমিটি সভাপতি সুনীল চন্দ্র দাস বলেন, আদালতে মামলার কারণে এখনো এই পঞ্চায়েতের আগের কমিটি বহাল রয়েছে এবং আদালত অবৈধ সমন্বয়কারী কমিটির নির্বাচন বন্ধ করে দশ জন ব্যাক্তির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সুনীল চন্দ্র দাস আরও বলেন দুর্নীতি,অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এসব আমি ও আমার কমিটির কেউ কখনো করিনি। বরং ঋষিপাড়ায় মন্দিরের জমি রক্ষার্থে আদালতে মামলা করেছি এবং মাদক ব্যবসা বন্ধের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছি। এ সকল বিষয়ে হস্তক্ষেপ করার কারণে একটি দুষ্টচক্র আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে শুধু তাই নয় তারা আমাকে হত্যা কিংবা গুম সহ নানা ধরনের হুমকিও দিয়ে যাচ্ছে। বিগত প্রায় ১৪ বছর যাবত আমি দুইবার সভাপতি নির্বাচন করে নির্বাচিত হয়ে এসেছি। বর্তমানে কিছু সংখ্যক কুচক্রী মহল আমি যাতে নির্বাচন না করতে পারি সে কারণে বহিরাগত নানা ধরনের মানুষ নিয়ে নানা ধরনের নির্বাচনী পন্থা অবলম্বন ও নিয়ম কানুন বানাচ্ছে যা গঠনতন্ত্র ও বাংলাদেশ সংবিধানের পরিপন্থী নয়৷ ২০২৩ সালের জানুয়ারি মাসে ৫ বছর মেয়াদী একটি কমিটি করা হয়। পরবর্তীতে যেকোনো কারণে পুনরায় নির্বাচনের ঘোষণা আসলে আমি তা সম্মত হই আমি আবারও সভাপতি পদে নির্বাচন করবো। কিন্তু কয়েকজন অসাধু ব্যক্তি কুটকৌশ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তাই আদালতে মামলা করেছি যেন নির্বাচনের ঋষিপাড়ার সর্বসাধারণ যে কেউ অংশগ্রহণ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *