রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৬টি খাতে ৯৯ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন। “উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান” স্লোগানকে সামনে রেখে এই নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান, শিল্পায়ন, পর্যটন কেন্দ্র, ক্রীড়া-সংস্কৃতি চর্চার ক্ষেত্র সম্প্রসারন, অনগ্রসর গোষ্ঠীর বিশেষ প্রনোদনা, ঐতিহ্য সংরক্ষন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।ইশতেহার ঘোষণায় এএইচএম খায়রুজ্জামান লিটন ৯৬ বর্গকিলোমিটারের রাজশাহী নগরীকে ৩৫০ বর্গকিলোমিটারের মেগাসিটি হিসেবে গড়ে তোলা বিষয়টি প্রাধান্য দেন। এর আগে গত
এর আগে শুক্রবার প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *