দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৭ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠান হয়
নানা আয়োজনে সাভারে পালিত অনুষ্ঠান হলো।

 

এ উপলক্ষে সকালে সাভার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় সেখানে র‌্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা হলরুমে কেক কেটে ২৭ বছরে পদার্পন উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় এটিএন বাংলার ঢাকা জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে আলোচনা প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানে আসা লোকজন এটিএন বাংলা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভায়,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি,সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ বিভিন্ন সরকারী দপ্তর কর্মকর্তা সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসগ সমাজের সর্বস্তরের লোকজন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *