বন্দরে এস এস সি পরীক্ষার্থীদের চলাচল সুবিধার্থে যানজট মুক্ত ধারাবাহিক কর্মসূচিতে পরিক্ষার ২য় দিনে সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেছে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের স্বেচ্ছাসেবী কর্মীরা।

মঙ্গলবার (২ মে) সকালে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে যানজট মুক্ত ধারাবাহিক কর্মসূচির ২য় দিনে বন্দর বাজার এলাকাস্থ মোড়, বন্দর গার্লস সস্কুল এন্ড কলেজগেট সংলগ্ন এবং শাহি মসজিদ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয় মূল ফটকের সামনের সড়কে দাঁড়িয়ে এ যানজট মুক্ত কর্মসূচি পালন করা হয়।

এ সময় যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেন বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার,বাপ্পি পাঠান,উজ্জ্বল আলী,শেখ মাঈনু, সোহাগ, উজ্জল দাস, কামরুল হাসান শাওন, নুর হোসেন নুন্না, মাসুদ, আসিফ প্রমুখ।