এক সময়ের প্রবাহমান একটি নদী শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে।

শুধু এ নদীই নয় ভারতের গঙ্গার উপর নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের প্রায় ৫০টি নদী হারিয়েছে যৌবন।

পানি প্রবাহের অভাবে নদীতে পলি পড়ে ভরাট হয়ে গেছে ফলে ভারত যখন বর্ষা মৌসুমে নিজেদের রক্ষা করতে বাঁধের কপাট খুলে দেয় তখন এ দেশের মানুষ পড়েন বিপর্যয়ে। ডুবে যায় ফসলের মাঠ, বিলিন হয়ে যায় ভিটেমাটি, ভাঙনের মুখে পতিত হয় মাইলের পর মাইল জনপদ।

শুধু ফরক্কা নয় ভারত বাংলাদেশের উজানে নির্মান করেছে শতশত বাঁদ, রাবার ড্যামসহ নানা প্রতিবন্ধক ব্যবস্থা, এর ফলে সবুজ বাংলা দিন দিন ধূসর হয়ে যাচ্ছে। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় প্রতিবেশি দেশের কাছে পানি আগ্রাসনের শিকার হচ্ছে যুগযুগ ধরে।

ভারতের এমন আগ্রাসন নীতির বিরুদ্ধে বাংলার প্রাণপুরুষ মাওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা অভিমুখে রাজশাহী থেকে ঐতিহাসিক লংমার্চ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *