নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার দায়িত্বে থাকা টিসিবির পণ্য বিতরণের সদস্য সুমনকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে সুমন বাদী হয়ে সেলিমের নাম উল্লেখ সহ আরও ২/৪জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সেলিম নবীগঞ্জ বাগবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব থাকা টিসিবির পন্য বিক্রয়ের সদস্য। প্রতিবারের মত গতকাল ২ এপ্রিল টিসিবির পন্য বিক্রি করা সময় নবীগঞ্জ কবিলার মোড় এলাকায় উল্লেখিত বিবাদী জোরপূর্বক লাইন ভেঙে টিসিবির কার্ড ছাড়াই ক্রয় করতে আসে। ওই সময়ে কর্তব্যরত কর্মীরা টিসিবির পণ্য দিতে অস্বীকার করলে উক্ত বিবাদী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখী আচারণ করে। আমি বাধা প্রদান করলে উক্ত বিবাদীসহ অজ্ঞাত নামা বিবাদীরা আমাকে মারধর করে আমাকে নীলা ফুলা কাটা যখম করে। পরে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে প্রেরণ করে। এরপূর্বে সকল বিবাদীরা চলে যাওয়ার সময় কোন প্রকার আইনী সহয়তা নিলে আমাকে প্রান নাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী সুমন জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৩নং ওয়ার্ডে কাউন্সিলর আবুল কাউছার আশার সুমানক্ষুন্ন করতেই বিভিন্ন সময়ে টিসিবির পণ্য নিতে আসা সেলিম সহ অজ্ঞাতনামা ব্যাক্তিরা বিবৃঙ্খলা করে। আমি লাইন সিরিয়াল করতে বললে তিনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে।
এর আগে ২ এপ্রিল ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার টিসিবির পণ্য বিতরণের সদস্য সুমনের নামে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *