নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ডের দুইবার নির্বাচিত ও বর্তমানে সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান তার কানাডা যাওয়ার বিষয়ে খোলা মতামত গণমাধ্যমের কাছে ব্যক্ত করেন৷ তিনি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্রের মানসকন্যা ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে উদ্যোগ নিয়েছেন তা এখনো চলমান রয়েছে। এই উন্নয়নের ধারাকে প্রসারিত করতে স্বাধীনতার পক্ষের শক্তিরা সারাদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম,দল ও দেশের এবং আমার নিজ ওয়ার্ডের জনগণের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। সামনে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি এই দেশেই থাকবো এবং আছি। আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ। হয়তোবা আমার কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে এবং আপনারা হয়তো জানেন যারা রাজনীতি করে তাদের শত্রু তো অনেক বেশি থাকে, সেই ধারাবাহিকতায় কিছু কু-চক্রী মহল গণমাধ্যমকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে কানাডা যাওয়া নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে যে আমি ২৪ শে আগস্ট দেশ ত্যাগ করছি। প্রকৃতপক্ষে আমি কানাডার একটি মাল্টিপল ভিসা পেয়েছি যার মেয়াদ রয়েছে আরো অনেক বছর। আর এই ভিসা কোন জব ভিসা নয় যে আমি কানাডা গিয়ে ওখানে কাজ করবো। সেখানে আমার নিকট আত্মীয় অনেক রয়েছেন। তারা আমাকে সেদেশে ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ভিসা প্রসেসিং করে দেন। সামনে দ্বাদশ নির্বাচন শেষ করে তারপর আমি কানাডায় যেতে পারি কিন্তু তার আগ পর্যন্ত আমি এই দেশেই আছি। এ বিষয়ে কাউকে বিভ্রান্তিতে না পড়ার জন্য আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *