বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড কান্দীপাড়া গ্রামবাসীর উদ্যোগে ভূমিদস্যু জাতীয় পার্টি নেতা সুমন প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ২নং ওয়ার্ডের এলাকাবাসী।
শুক্রবার ১২ মে বিকেলে কলাগাছিয়া ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড কান্দিপাড়া সপ্রাবি’র মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভুমিদস্যু অপপ্রচারকারী সুমনের বিরুদ্ধে বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তৃতা করেন ইব্রাহিম আলম চান মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ শাহীন, কলাগাছিয়া ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামান মিয়া,সাবেক মেম্বার অলিউল্লাহ,মাধবপাশা এলাকার সমাজ সেবক আলাউদ্দিন প্রধান,কান্দিপাড়া এলাকার সমাজ সেবক মোঃ হারুন মিয়া,মাধবপাশা এলাকার সমাজ সেবক আব্দুল রব, মোঃ পলাশ মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ভূমিদস্যু সুমন প্রধানকে বলব এখনও সময় আছে প্রকাশ্যে জনগনের কাছে ক্ষমা চাও। জনগনের কাছে ক্ষমা না চাইলে চেয়ারম্যানও তোমাকে ক্ষমা করবে না। একজন প্রতিনিধিকে মানহানী করার অধিকার তোমাকে কে দিয়েছে। জনসন্মূখে তোমাকে দেলোয়ার চেয়ারম্যান প্রানে মেওে ফেলার হুমকি দিয়েছে এমন ভিডিও বক্তব্য দিয়ে ভাইরাল হতে চাও। মানুষ এখন আর বোকা না। তোমার নাটক ধরে ফেলেছে জনগন। এখনও সময় আছে প্রকাশ্যে ক্ষমা চাও।
