নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা ইউনিয়নের উপ-নির্বাচনকে সামনে রেখে ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যে চাঁদখানা ইউনিয়নের উপ-নির্বাচনকে সামনে রেখে ও আইন শৃঙ্খলা সংক্রান্ত এ মতবিনিময় সভায় কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এস এম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম,চাঁদখানা ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন আলম,শফিকুল ইসলাম শফি, মোস্তাফিজার রহমান যাদু,খাইরুল আলম,আব্দুল বারেক ও আবু কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম বলেন,পুলিশ আপানাদের দোরগোড়ায় সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। পুলিশের সেবা আপনার হাতের নাগালে পৌছে দিতে আমরা আপনার এলাকায় এসেছি। আমার পুলিশ যদি কোন সাধারণ মানুষকে সেবা দিতে অপারগতা প্রকাশ করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিব। আর আপনাদের সন্তানকে আপনার বন্ধু হিসাবে গ্রহন করুন। তার সাথে গভীর ভাবে মিশতে থাকুন। তার চাহিদা সম্পর্কে জেনে তাকে আশ্বস্ত করে তাকে নিয়ন্ত্রন করলে সমাজ থেকে বাল্য বিবাহ,মাদক ও আত্মহত্যার প্রবনতা কমে যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম বলেন,চাঁদখানা ইউনিয়নের মানুষ হবে চাঁদের মত সুন্দর। এই ইউনিয়নের মানুষের মাধ্যমে বাকী সব ইউনিয়নের মানুষ আলোকিত জীবন ফিরে পাবে। এই ইউনিয়ন থেকে যেন কোন মানুষ বিপথগামী না হয়। মাদকের বিষয়ে তিনি বলেন, কোন মাদক সেবী মানুষের বন্ধু নয়। তাদের দ্বারা সমাজের মানুষ নিরাপদ নয়। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনে সহিংসতা করার চেষ্টা কেউ করবেন না। কোন প্রার্থীর এলাকায় সহিংসতা হলে তার দ্বায়ভার সেই প্রার্থীকে নিতে হবে।