নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে ইফতার বিতরণকে কেন্দ্র করে এমপি ও চেয়ারম্যানের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আটক করা হয়েছে উপজেলার মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত ১৮ এপ্রিল মঙ্গলবার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের উদ্যোগে দলীয় নেতাকর্মী ও পারিবারিক ভাবে ইফতারের আয়োজন করা হয়। নেতাকর্মীদের পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের মধ্যে ইফতার বিতরণ করেন সংসদ সদস্য। এক পর্যায়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিয়ার হার্ডওয়ার দোকানে তার অনুপস্থিতে এমপির কর্মী ইফতার দিয়ে আসলে কিছুক্ষণ পর শিহাব তার দোকানে এসে ইফতার দেখতে পায়। তার দোকানের ম্যানেজারকে জিজ্ঞেস করে কে ইফতার দিয়েছে? এমন প্রশ্নের জবাবে ম্যানেজার এমপির কর্মী আহাদুলের নাম বললে ইফতার দোকান থেকে ছুড়ে ফেলে দিয়ে আহাদুলকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে দুই গ্রæপের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবকে কয়েক দফায় মারামারি থেকে বিরত রাখলেও তিনি পুলিশের অনুপস্থিতিতে আহাদুল ইসলামের স্ত্রী ছপুরন বেগম, ছেলে খলিল হোসেন ও ফারূক হোসেনকে লাঠিপেঠা করে আহত করে। এলাকাবাসী তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করান। খলিল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আবার পুলিশ ঘটনাস্থল গিয়ে সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই এমপির কর্মী আহাদুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৭।
এ ব্যাপারে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন,আমি প্রতিবছরের ন্যায় আমি আমার বাড়ীতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে ইফতার করে থাকি এবং মাগুড়া স্ট্যান্ডের সকল ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করে থাকি। সে আমার ইফতার গ্রহন করবে না কেন সেটা আমার জানা নেই। আমার লোকজন তার দোকানের ম্যানেজারকে ইফতার দিয়ে এসেছে। তারপর সে আমার দলের কর্মীকে মারধর করেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করার পর রাতেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *