নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পুকুর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমানের চাতালে ধান শুকানোর জন্য যায় এলাকার ধান ও চাল ব্যবসায়ীরা। চাতালের পার্শ্বে পুকুরের মাঝখানে হঠাৎ দেখতে পায় সাদা পাঞ্জাবি পড়া একজন বৃদ্ধের লাশ ভেসে আছে। চারদিকে খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ লাশ দেখার জন্য পুকুরের পাশে ভীড় করতে থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ওই বৃদ্ধ লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের জন্য ছেড়ে দেয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন,লাশের পরিচয় নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের ছবি পোষ্ট করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।