নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হতদরিদ্র প্রতিবন্ধী শিশুদের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ড ভিশন বাংলাদেশ লাইভলীহুড টেকনিক্যাল প্রোগ্রাম, কিশোরগঞ্জ এপির আয়োজনে ১০ শিশুর পরিবারকে বিনামূল্যে এ সহায়তা প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার নেলসন সরেন,সানজিদা আনসারী ও আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা য় ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকা থেকে ১০ হতদরিদ্র প্রতিবন্ধী শিশুর পরিবারকে বকনা গরু বিনামূল্যে বিতরণ করা হয়।