আজকে বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজকে বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন তামিম ইকবাল। বিশ্বকাপ এবং
সামনে এশিয়া কাপ ইতিপূর্বে ওয়ানডে থেকে মুশফিকুর রহিম এবং মাহমুদ উল্লাহ টেস্ট থেকে বিদায় নিয়েছেন তারা নিজেরাই অবসরের ঘোষণা দিয়েছেন অথচ মুশফিক, তামিম এবং মাহমুদ উল্লাহদের অক্লান্ত পরিশ্রমেই বাংলাদেশ ক্রিকেট আজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত অথচ যা শ্রুতিমধুর ছিল না, টি টুয়েন্টিতও নেই । অথচ প্রত্যেকের বিদায় হচ্ছে বোর্ডের সাথে অনৈক্যের কারণে। কী কারণে ক্রিকেটারদের অভিমান,পরবর্তীতে অবসরের ঘোষণা যা বিচারবিভাগীয় তদন্তের দাবি রাখে। উনাদের রাজসিক বিদায় আশা করেছির দেশবাসী।কী ঘটেছিল বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তামিমের সাথে যার জন্য কেঁদে কেঁদে তার বিদায় নিতে হলো।
একজন সতীর্থ ক্রিকেটার ছাড়া অন্যরা কীভাবে বুঝবে তাদের মনের কথা। দেশের মানুষ এই বিদায়কে ভালোভাবে গ্রহন করে নাই। উনাদের রাজসিক বিদায় আশা করেছির দেশবাসী। ক্রিকেটারদের সাথে বোর্ডের কর্মকর্তাদের দুরত্ব বেড়ে গেলে ভালো পারফরমেন্স আশাকরা অর্থহীন। ক্যাপ্টেন মাশরাফি প্রতিটি ক্রিকেটার তাহাকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, আইকন ভাবেন। বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারের পালস বুঝেন, অধিনায়ক হিসেবে ছিলেন অসাধারণ, তিনি এমপি হয়েও ক্রিকেট নিয়েই থাকতে ভালোবসেন তাই দেখা যাচ্ছে বিপিএল’র কোনো একটি টিমের নেতৃত্বে। অনেকের ধারণা তিনি সার্বক্ষণিক ক্রিকেটের নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ ক্রিকেট অনন্য উচ্চতায় পৌঁছাবে । ক্রিকেট প্রেমিকদের বিশ্বাস এই ধরণের অসন্তোষ সৃষ্টি হয়ে অপ্রত্যাশিত অবসরের মতো ঘটনা ঘটবে না যদি
তাহাকে বোর্ডের চেয়ারম্যান মনোনিত করা হয় ক্রিকেট প্রেমিকদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *