“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী কাল খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপি ২৬জুলাই বুধবার পর্যন্ত বৃক্ষমেলা চলবে।

 

বৃহস্পতিবার (২০জুলাই ) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণিল আয়োজনে একটি র‌্যালি বের হবে। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৯নং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো.নাইমুল হক,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম প্রমুখ।

 

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, আগামী কাল বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিনে র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরির্দশন করবেন। মেলার দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মেলার শ্রেষ্ঠ স্টলদের মাঝে সনদপত্র,ও পুরুস্কার বিতরণ করবেন বলে জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *