নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ জুলাই) সকালের দিকে জেলা মৎস্য অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সপ্তাহ ব্যাপি এই মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজাতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ও কবুতর উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টান্সর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

 

 

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মৎস্য বিভাগ এর আহ্বায়ক শতরুপা চাকমা’র সভাপতিত্ত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউটে প্রধান অতিথির বক্তব্যে,ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টান্সর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি
বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের জনগণের পুষ্টি চাহিদা পুরণ, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হিসেবে মৎস্যখাতকে চিহ্নিত করেছিলেন। আওয়ামী লীগ সরকার সকলের অংশগ্রহণে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ সর্বজনবিদিত।
মৎস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ এবং স্বাস্থ্যকর মৎস্য পণ্য নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর। সুস্থ-সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ আমিষের অবদান অনস্বীকার্য। এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তৌফিকুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আরিফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টান্সর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি জেলার শ্রেষ্ট মৎস্যচাষীদের হাতে পুরুস্কার ও ক্রেষ্ট তুলেদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *