সারা দেশ যখন প্রচন্ড তাপদাহের প্রখরতায় কর্মব্যস্ত,অসহায় ও ভবঘুরে মানুষের জীবন অতিষ্ট। অসহায়দের জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসি,। মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে দেয়ার লক্ষ্যে এবং তীব্র গরমে পানিশূন্যতা দূরীকরণের লক্ষ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১২ মে ২০২৩ইং) খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীর উদ্যোগে দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন জায়গায় বিশুদ্ধ ঠান্ডা পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় পুনাক খাগড়াছড়ির সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

তীব্র গরমে এ মানবিক কার্যক্রমের জন্য সকলে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী,র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় ভবঘুরে মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *