খাগড়াছড়িতে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩ইং) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারী বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

দিন ব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে, আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী দের নির্মিত এক মিনিটের ভিডিও চিত্র প্রদর্শনীসহ বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, মিলাদ ও দোয়া মাহফিল।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে শােক সভায় প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং জাতির পিতার স্মৃতি চারণ করেন।

 

জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের পুরস্কার ও প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে চেক তুলেদেন।