বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিরোধ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
এ মেলা চলবে ২০জুলাই বৃহস্পতিবার থেকে ২৬ জুলাই বুধবার পর্যন্ত।

বৃহস্পতিবার (২০জুলাই ) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণিল আয়োজনে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে এসে র‌্যালিটি শেষ হয়। র‌্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

অন্যান্যের মাঝে জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্ত্তী, খাগড়াছড়ি বনবিভাগের সহকারী বন সংরক্ষক শহীদুল ইসলাম তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,খাগড়াছড়ি সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমাসহ , সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো:হুমায়ুন কবির বক্তব্যে, বলেন বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে মানুষকে বাঁচিয়ে রাখে, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই আমরা পরিবেশ রক্ষার্থে সকলে যার যতটুকু জায়গা আছে সবাই বৃক্ষরোপন করবো।

 

প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, বৃক্ষ আমার পরম বন্ধু,আবহাওয়া নিয়ন্ত্রণে ও বৃক্ষের ভূমিকা অপরিসীম, বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিনত হতো। দেশের বিপুল জনগোষ্টি বিশেষ করে বর্তমান প্রজন্ম পরিবেশ ব্যবস্থা ও জীব বৈচিএ্য সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, অতিথিদের সাথে নিয়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলেদেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *