খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ একটি সিএনজি সহ মোঃ হাফিজুর রহমান (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

 

বুধবার (৩ মে ২০২৩ইং) রাত সাড়ে ১২টার দিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম এর দিক নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মো: ফয়েজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ আমতল নামক স্থানের আমতল হোটেলের সামনে খাগড়াছড়িগামী হইতে চট্টগ্রাম গামী আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে চেকপোস্ট ডিউটি করাকালীন একটি সিএনজি চালিত টেক্সিকে থামানোর জন্য সংকেত দিলে চালক সিএনজি টেক্সিটি ঘুরাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিএনজি সহ ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ মোঃ হাফিজুর রহমান (৫২) আটক করা হয়।

 

মানিকছড়ি থানা সূত্রে জানান, সিএনজি তল্লাশী করে চালকের দেখানো ও সনাক্ত মতে যাত্রী বসার পিছনের সিট হইতে ০৩টি প্লাস্টিকের ড্রামের ভেতর রক্ষিত অবস্থায় ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ একটি সিএনজি জব্দ করা হয়।

আটককৃত মোঃ হাফিজুর রহমান (৫২),বাগেরহাট জেলার গোটাপাড়া ইউনিয়নের পান্না পাড়া এলাকার বাসিন্দা মৃত:ইউসুফ আলী
এর ছেলে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।