খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটনের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়ের ঢালুতে বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬জুলাই ২০২৩ইং)বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে আলুটিলা পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ১টি বাগান বিলাসের চারা রোপন করেন বৃক্ষরোপনের উদ্বোধন করেন।

 

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম,খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো:হুমায়ন কবির, খাগড়াছড়ি বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃশহিদুল হাওলাদার, খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল্লাহ আল ইমরান,
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা, রামগড় রেঞ্জকর্মকর্তা মো:রুকুজ্জামান,
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার মো:নুর আলম,ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেড এর এরিয়া ম্যানেজার মো:কামাল হোসেন সহ বন বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *