খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ও মানিকছড়ি থানা পুলিশের উদ্যােগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল মাদিনাতুল উলুম বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে ইফতার ও সাহরীর সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২এপ্রিল ২০২৩ইং) বিকেলে সাড়ে ৫টার দিকে গচ্ছাবিল মাদিনাতুল উলুম বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে ইফতার ও সাহরীর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম।
সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ও রামগড় সার্কেল মো. নাজিম উদ্দীন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, সহকারী পুলিশ সুপার ও মাটিরাংগা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ, সহকারী পুলিশ সুপার ও মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনচারুল করিম,গচ্ছাবিল মাদিনাতুল উলুম বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাও. কবির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার অর্ধশত এতিম শিক্ষার্থীর জন্য ইফতার ও সাহরী খাদ্য সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, পুলিশ সুপারের যাকাত ফান্ড থেকে মাদরাসা উন্নয়নে ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম ও খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী
গচ্ছাবিল মাদিনাতুল উলুম বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানার এতিম বাচ্চাদের সাথে অতিথিদের সাথে নিয়ে ইফতার করেন।