খুলনা জেলার কয়রা থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রবিউল ইসলাম(৩২) কে আটক করেছে খুলনা জেলা গোয়েন্দা শাখা।
গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ৬ সেপ্টেম্বর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকষ টিম খুলনা মহানগরীর ৭ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ঐ আসামীকে গ্রেফতার করে।
উল্লেখিত থাকে যে ১ নং কয়রা এলাকার বাসিন্দা আঃ কাদের গাজীর ছেলে একাধিক মাদক মামলা আসামি রবিউল ইসলাম গত ৩রা সেপ্টেম্বর পুলিশ হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যায়।