গাছের আমপাড়া কে কেন্দ্র করে।সন্ত্রাসীদের অস্ত্রের আঘাত থেকে অল্পর জন্য প্রাণে বেঁচে ফিরলেন মোঃ হাসিবুর রহমান রনি নামের এক যুবক।
বিষয়টি তদন্ত করে জানা যায় রাজশাহী জেলার চারঘাট উপজেলা চারঘাট থানার চক মুক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
চারঘাট উপজেলার চক মুক্তারপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক এর ছেলে হাসিবুর রহমান রনি অনেক বছর থেকে তার বাড়ির সামনে।বয়লার মুরগির ফার্মের ব্যবসা করে আসছে। একই গ্রামের মোঃ রফিজ উদ্দিনের ছেলে, জায়নাল, টনি, দের সাথে জমি জমা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে থাকে।
গতকাল সকালে হাসিবুর রহমান রনি তার গাছের আম পাড়তে যায়। গাছের আম না পারার জন্য জয়নাল টনি সহ আরো বেশ কয়েকজন মিলে রনিকে হুমকি ধামকি দিয়ে থাকে।প্রতিদিনের মতো গতকাল রাতে রনি একা মুরগির ফার্মে ঘুমিয়ে থাকে।
এই সুযোগটি হাতে নিয়েই জয়নাল টনি সহ আরো বেশ কয়েকজন মিলে।গতকাল আনুমানিক রাত দুইটার সময় মুরগির ফার্মের নেট কেটে ধারালো অস্ত্র নিয়ে রনিকে মারার উদ্দেশ্যে প্রবেশ করে থাকে জয়নাল রনি সহ আরো বেশ কয়েকজন।
এক জরুরী কাজের জন্য রনি রাতে ঘুম থেকে উঠে তার বাসাতে যায়। অন্ধকারের জন্য আসামিরা বুঝতে না পেরে রনি ভেবে তার চকিতে থাকা বালিশ ও কোল বালিশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে থাকে এতে করে রনি প্রাণে বেঁচে যায়। শুধু তাই নয় সন্ত্রাসীরা মুরগির ফার্ম থেকে বেরিয়ে যাবার সময় রনির ফার্মে থাকা আইপিএস, আই পি এস এর ব্যাটারিসহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পত্র লুট করে নিয়ে যায় বলেই জানা যায়।
তাতে করে হাসিবুর রহমান রনি ও তার পরিবারের অনেক টাকার ক্ষতি হয় বলে জানা গিয়েছে।রনি ও তার পরিবার প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন যাতে করে দ্রুত সন্ত্রাসীদের কে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করবার জন্য।