বন্দরে চাঁদাবাজি মামলার আসামি বিতর্কিত জাপা নেতা সুমনকে গ্রেফতার করায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মহসিন মিয়াকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের বিরুদ্ধে।
সোমবার( ২২ মে ) বাদ মাগরিব ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অফিস কার্যালয়ে বসে মোবাইল ফোনে সে এ হুমকি প্রদান করে।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ির এএসআই মহসিন মিয়াকে হুমকির বিষয়ে জানার চেষ্টা করলে সে বিষয়টি এড়িয়ে যান এবং তেমন কোন ঘটনা হয়নি বলে জানান।
জানাগেছে,বন্দরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে জমির ওয়ারিশগনকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মদনগঞ্জ ফাড়ীর এসআই মহসিন মিয়া তাকে ঢাকা যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। পরে ওই চাদাবাজি মামলার বাদী মোস্তাক আহমেদ ভুলুর জিম্মায় জামিনে মুক্ত হয় জাপা নেতা সুমন প্রধান।
জামিনে মুক্ত হয়ে ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগ অফিসে এসে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের কাছে নালিশ করে। ওই সময়ই আওয়ামীলীগ নেতা কাজিম উদ্দিন প্রধান চাদাবাজি মামলার বিতর্কিত আসামি সুমনের পক্ষ নিয়ে চাদাবাজি মামলার আইও মদনগঞ্জ ফাড়ির এএসআই মহসিন মিয়াকে হুমকি দেয়।