প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক (৩৫) খুন হয়েছে। সোমবার (২৪ জুলাই) রাত ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চানমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মানিক একই থানার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মানিকের সাথে শরীফের পূর্বশত্রুতা ছিল। রাতে শরিফ সহ ১০/১২ জন মিলে মানিকের এক বন্ধুর বিচারের কথা বলে চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ফোন করে মানিককে ডেকে আনে। এরপর শরিফের রিক্সার গ্যারেজে নিয়ে চেয়ারে বসিয়ে মানিকের হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে তার বন্ধু বাবু বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মানিককে উদ্ধার করে ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে মানিককে। ইতিমধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। ঘাতক চক্র গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।