চায়ের দোকানের বাকি টাকা চাওয়ার অপরাধে সাজেদা বেগম (৭০) বছরের এক বৃদ্ধা নারীকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করেছে দেনাদার আহসান উল্ল্যাহসহ তার দুই পুত্র। স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধা নারী বাদী হয়ে শুক্রবার (১৪ জুলাই) দুপুরে দেনাদার আহসান উল্ল্যাহসহ ৪ হামলাকারি নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ কবিলেরমোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার হারুনুর রশিদ মিয়ার বৃদ্ধা স্ত্রী সাজেদা বেগম র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় ছোট একটি চায়ের দোকান দিয়ে কোন মতে সংসার চালিয়ে আসছে। এ সুবাধে পূর্ব লতিফ হাজীমোড় এলাকার আহসানউল্ল্যাহ মিয়া উল্লেখিত দোকান থেকে বাকিতে সদাই নিয়ে টাকা না দিয়ে র্দীঘ দিন ধরে নানা ভাবে তালবাহান করে আসছে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় দেনাদার আহসানউল্ল্যাহ মিয়া উল্লেখিত চায়ের দোকানে আসলে দোকানী বৃদ্ধা সাজেদা বেগম দেনাদার আহসান উল্ল্য্হা নিকট তার পাওনা টাকা চায়। পাওনা টাকা চাওয়ার জের ধরে আহসান উল্ল্যাহ ও তার দুই সন্ত্রাসী ছেলে নাদিম ও রানা এবং তাদের মা জাহানারা বেগম ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা দোকানীকে মাটিতে ফেলে এলোপাতারি ভাবে বেদম মারধর করে নিলাফুলা জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।