চিরিরবন্দরে নসিমনের ধাঁক্কায় এক জন পথচারীর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নসিমনের ধাঁক্কায় জমসেদ আলী (৬৫) নামে একজন পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের বাংলাবাজার ধাপের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জমসেদ আলী (৬৫) তার বোনের বাড়ী যাওয়ার জন্য অটোটেম্পু থেকে নেমে রাস্তা পাড় হচ্ছিলেন।
এসময় রাণীরবন্দর হাটগামী গরুবোঝাই নসিমন তাকে ধাঁক্কা দিলে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত জমসেদ আলী (৬৫) উপজেলার দক্ষিণ পলাশবাড়ী শেখ পাড়ার আব্দুল হাকিমের পুত্র।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন