চিরিরবন্দরে র্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
র্যাব-১৩, রংপুর এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১৩ এর মূখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল বহুদিন যাবৎ অনুসরণ করতে থাকা ০১ জন মাদক ব্যবসায়ী একটি সাদা প্রাইভেটকারে অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল লোড করে বহনের পরিকল্পনাকালে সনাক্ত করে।
তৎক্ষনাৎ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন দৌলতপুর গ্রামস্থ ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের উত্তর পার্শ্বে মাইক্রোবাস স্ট্যান্ডে একটি প্রাইভেটকার ৪৭৭ বোতল ফেন্সিগ্রীপ এবং ২২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আঃ জব্বার, সাং-দৌলতপুর, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর’ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৩) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদ্ঘাটনের নিমিত্তে র্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।