বন্দরে কলাগাছিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের বিরুদ্ধে নাটকীয় গল্প বানিয়ে অপপ্রচার করার প্রতিবাদে ঘারমোড়া গ্রামবাসীর উদ্যোগে ভূমিদস্যু ও বিতর্কিত জাতীয়পার্টি নেতা সুমন প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ মে বিকাল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড ঘারমোড়া ঈদগা মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ^নবী ইসলামিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি আবু তালেব মিয়া।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিব হোসেন,কলাগাছিয়া ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার মায়া আক্তার শিখা,জাপা নেতা লিয়াকত আলী,বুরুন্দী গ্রামের নার্গিস বেগম,ঘারমোড়া গ্রামের সমাজ সেবক আওলাদ হাজী,সেলিম মিয়া,হুমায়ুন কবির,আফজাল মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা প্রতিবাদ সভায় বলেন,বুরুন্দী গ্রামের সুমন প্রধানের সৃষ্টি দেলোয়ার প্রধানের মাধ্যমে। কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার প্রধান তাকে সন্তানের মত ভালবাসত। অথচ এই সুমন প্রধাণই তাকে বুকে ছুড়ি বসাল। যা সত্যিই কষ্টদায়ক। এমপির প্রোগ্রামে শতশত মানুষের সামনে চেয়ারম্যান দেলোয়ার প্রধান সুমনকে দাড়ি ধরে টেনে হত্যার হুমকির যে গল্প বানিয়ে অপপ্রচার করেছে তা একটি অবুঝ শিশুটিও বিশ^াস করবে না। কেননা এত মানুষের ভীরে একজন দায়িত্ববান জনপ্রতিনিধি কখনো এমন কাজ করবে না। এই ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই না। আর এটা সুমন প্রধানের একার পক্ষে সম্ভব হয় নাই। অবশ্যই তৃত্বীয় কোন পক্ষ কাজ করেছে। তৃত্বীয় পক্ষের ইন্ধনেই সুমন প্রধান এমন ন্যাক্কার জনক কাজ করেছে। আমরা সুমন প্রধানের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি একজন জনপ্রতিনিধির আতœ সম্মানে আঘাত করার জন্য আইনীভাবে সুমন প্রধানের বিরুদ্ধে শাস্তি দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *