নারায়ণগঞ্জ বন্দরে আলোচিত নবীগঞ্জ কাইতাখালী রাজিব হত্যার সন্দেহভাজন তিন জন গ্রেপ্তার করেছে, প্রধান আসামীসহ তাদের সাথে থাকা বাকিদের এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারনি। নিহত রাজিব পরিবারের সদস্যদের দাবী সনেট, সাব্বির ও সামিরই এই ঘটনার প্রধান পরিকল্পনাকারী। এদিকে পুলিশের দাবি খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।রাজিবের মাতা জরিনা বেগম, আমি ২৪ বছর বিদেশ ছিলাম, ছেলেদের জন্য, ছেলে চলে গেছে এখন কি বলমু। ছেলেতো আর আইবো না। মাইরে ফেলছে। আমি মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে এখন শুধু যারা খুন করছে তাদের বিচার দেখতে চাই। পুলিশ চেষ্টা করছে তবে আসামীরে অনেকে অধরা। ওদের দ্রুত ধইরা ফাঁসি দিলে আমার শান্তি পাইবো। স্ত্রী ফাতেমা বলেন, ‘আমার স্বামীকে নির্মম ভাবে খুন করা হয়েছে। পুলিশ তিন জনকে ধরছে। কিন্তুু যারা প্রধান পরিকল্পনাকারী আসামি তাদের এখনো ধরতে পারে নাই। আমি সরকারের কাছে দাবী খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসির আওতায় আনা হোক। মানববন্ধনের মিছিল কাইতাখালী কবরস্থান রোড হয়ে নবীগঞ্জ বাস স্ট্যান্ড মানববন্ধন হয়ে শেষ করে।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ২৪ নং ওয়ার্ডের সভাপতি মাহবুবুর রহমান সিকদার কাইতাখালি পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মাতা জরিনা বেগম, স্ত্রী-ফাতেমা উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় লোকজন,, বক্তারা বলেন, যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় এনে অতি দ্রুত ফাঁসির আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *