নারায়ণগঞ্জ বন্দরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই আগস্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগর ২০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও তোলারাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: জুয়েল হোসেন।
২০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুমনের সার্বিক সহযোগিতায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ২০ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ডা: শফিউল্লাহ,প্রবীণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদ, আসাদুজ্জামান খোকন,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানিক শেখ, সাবেক দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ,সহ দপ্তর সম্পাদক উজ্জল দে,সহ আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা,মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা শান্তা,নাজমা আক্তার,সহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ১৫ই আগস্ট জাতির জন্য একটি কলঙ্কময় দিন এবং এই শোকের মাসে বঙ্গবন্ধুর খুনিরা যারা দেশের বাইরে থেকে এখনো দেশ বিরোধী কর্মকাণ্ড চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাদেরকে অবিলম্বে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে ২০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জসিম খন্দকার,চান্দু,রমজান,আলম, হাসান, সোহেল, মাসুম সহ প্রমুখ। –