ডিবি পুলিশের অভিযানে ফতুল্লা মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী বন্দরে মাদকসহ গ্রেপ্তার
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে অভিযান চালিয়ে মুজাহিদ গাজী (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো ৩ মাদক কারবারি। ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বহনকৃত ১ মোটর সাইকেল জব্দ করে । গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী ফতুল্লা থানার শহীদনগর গাজী মোল্লা মিয়া ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং-৯(৯)২৩। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় গত সোমবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। এর আগে গত রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় বন্দর থানার মদনপুর শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ র্দীঘ দিন ধরে ফতুল্লা থানার শহীদনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী শাকিল পারভেজ রনি মেম্বার (৩৮) আবুল বাশার সিকদার (৩৫) ও ইসমাইল (৪২) । পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।