ঢাকা সমাবেশকে সফল করতে কলাগাছি ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা
কেন্দ্র ঘোষিত আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে সফল
করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির নির্দেশনায় কলাগাছি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে
বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই ) রাত ৮টায় ফরাজিকান্দা কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়
এই সভার আয়োজন করা হয়। এসময়ে সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির, সাবেক যুগ্ন আহবায়ক মহিউদ্দীন শিশিরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লা মুকুল ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্রমুখ আগামী ১২জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির ঢাকার সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। এছাড়াও সভায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আগামী ১২জুলাই বিএনপির ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগদান করবে বলে আশা ব্যক্ত করেন।