লক্ষ্মীপুরে এক বিয়েতে কনেপক্ষের দাওয়াতে দই টক হওয়ায় রেস্টুরেন্ট কর্মীদের উপর কনেপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার ১৭ মে রাতে বিয়ের অনুষ্ঠানে সেন্টারের মালিক রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর আগে দুপুরে জেলা শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন- কনের বাবা খোকন মিয়া ও খালাতো ভাই রুবেল হোসেন। অপর আসামিদের নাম পরিচয় জানায়নি পুলিশ। আহতদের মধ্যে রয়েছেন, মামলার বাদী রেস্টুরেন্ট মালিক রাকিবুজ্জামান রাকিব, ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ পার্টি সেন্টারের ১৫ জন কর্মীরা।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার বৃষ্টি নামে এক মেয়ের সঙ্গে সদর উপজেলার দালাবাজার ইউপি’র মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল-আমিনের সঙ্গে বিয়ে হয়। এ উপলক্ষে পার্টি সেন্টারটিতে প্রীতিভোজসহ বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। প্রথম পর্বের খাওয়াতে একটি ভাড়ে দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করে। এ নিয়ে রেস্টুরেন্ট কর্মীদের সাথে কনেপক্ষ তর্কাতর্কি শুরু করে। এতে বাদী রাকিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের সঙ্গে বরপক্ষও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয়পক্ষ পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা করে। এতে পার্টি সেন্টারের ১৫ জন কর্মী আহত হয়।

বাদী রাকিবুজ্জামান রাকিব জানান, একটি মাত্র ভাড়ে দই টক হওয়ায় বরপক্ষ ও কনেপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে। এতে আমি এবং আমার কর্মীরা আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করেছি। তবে এ বিষয়ে বর ও কনে পক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, পার্টি সেন্টারের হামলার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দু’জনকে আটক করা হয়। পরে পার্টি সেন্টারের মালিক রাকিবের করা মামলায় তাদের গেপ্তার করা হয়। বাকিদের গেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *