নারায়ণগঞ্জের বন্দরে মাজহার ডকইয়ার্ডে দাবিকৃত চাঁদা না দেয়ায় শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনির নেতৃত্বে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে কলাগাছিয়া ও শুভকরদী এলাকায় ৪টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনির নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন লোক এই হামলা চালায়।
ভুক্তভোগীদের অভিযোগ ব্লাক জনির নেতৃত্বে সন্ত্রাসীরা এসময় ব্যাপক ক্ষতিসাধন করে। পরে ‘৯৯৯’ ফোন দিলে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই সিহাব ঘটনাস্থলে আসলে ব্লাক জনিসহ সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রাসেল মিয়া জানান, কলাগাছিয়া মোহনপুর এলাকায় মাজহার ডকইয়ার্ড আমি পরিচালনা করে আসছি। ডকইয়ার্ডে গর্দা মালামাল বিক্রি করতে হলে ব্লাক জনি টন প্রতি ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে কিন্তু দাবিকৃত ৫ হাজার টাকা দিতে আমি অস্বীকার করি। পরে আমার বিয়াই কায়সারকে জানালে ক্ষীপ্ত হয়ে ব্লাক জনির নেতৃত্বে আমাদের বাড়িঘর সহ কায়সারদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ‘৯৯৯’ ফোন দিলে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই সিহাব ঘটনাস্থলে আসলে ব্লাক জনিসহ সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান ভুক্তভোগীর পরিবাররা।
স্থানীয়রা জানান, বন্দরে পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট ব্লাক জনি। এলাকায় মাদক ব্যবসায়ীদের নিয়ে তৈরি করেছে একটি বিশাল বাহিনী, তাদের দিয়ে নদীপথে চোরাই তেলের ব্যবসাও করে আসছে। এরই মধ্যে ব্লাক জনির সহযোগী সুজন, মাদক ব্যবসায়ী ক্যাপ রোমান ও চুক্কা রমজান এলাকায় অপকর্ম করে যাচ্ছে। বেলা ১২ টার দিকে দাবিকৃত চাঁদা না পেয়ে জনির নেতৃত্বে ৪টি বাড়িতে হামলা চালায়।
এবিষয় জানতে চেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই সিহাবের মুঠোফোনে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।