বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার প্রতিবাদে কলাগাছিয়া ৭নং ওয়ার্ড বুরুন্দী গ্রামবাসীর উদ্যোগে ভূমিদস্যু ও বিতর্কিত জাতীয়পার্টি নেতা সুমন প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ মে বিকাল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড বুরুন্দী ঈদগা মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় ভূমিদস্যু সুমন প্রধানের বিরুদ্ধে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আ’লীগের কার্য্যকরী সদস্য ও বুরুন্দী গ্রামের সন্তান জুলহাস সরকার।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বুরুন্দী গ্রামের সমাজ সেবক নিজাম উদ্দিন,নরপদী গ্রামের আক্তার হোসেন, দীঘলদী গ্রামের সমাজ সেবক আমান মিয়া,বুরুন্দী গ্রামের নদী আক্তার, মকবুল মিয়া,জরিনা বেগম, দীঘলদীর গ্রামের সুনিল বাবু প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩বারের নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানকে নিয়ে কটুক্তি, অপপ্রচারসহ মিথ্যা বানোয়াট মনগড়া গল্প বানিয়ে সাংবাদিক ভাইদের বিভ্রান্ত করেছে বুরুন্দী গ্রামের বিতর্কিত জাতীয় পার্টি নেতা সুমন প্রধান। সুমন প্রধান মুলত বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন জামাত শিবিরের সংগঠনের সাথে সখ্যতা রয়েছে। সুমন প্রধানের কাজ হচ্ছে মানুষের জায়গা জমি মিথ্যা অসত্য কাগজ তৈরী করে জমি দখল করে সাধারন মানুষদের সর্বশান্ত করা। আরেকজনের ক্রয়কৃত সম্পত্তী জবর দখল করে হয়রানি করছে দিনের পর দিন। সাধারন মানুষ সুমন প্রধানের প্রভাব ও টাকার কাছে নতজানু। তাই প্রতিবাদ করতে সাহস পায়না। আমাদের জনপ্রিয় চেয়ারম্যান সাধারন মানুষের জন্য কাজ করে। সাধারন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সব সময় অবিচল। অথচ এই নীতিবান প্রতিবাদী জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচার করে সুমন প্রধান চরম ভুল করেছে। আমরা এই নারী লোভী,ভূমিদস্যু বিতর্কিত জাপা নেতা সুমন প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ সুমনের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সভা শেষে বুরুন্দী গ্রামে ভূমিদস্যু সুমন প্রধানের শাস্তি দাবী করে শতাধিক নারী পুরুষ ঝাড়ু– মিছিল বের করেন। এ সময় মিছিলটি কলাগাছিয়া ৭নং ওয়ার্ড বুরুন্দী গ্রামে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বুরুন্দী বাজারে এসে সমাপ্ত করেন।