শুক্রবার জুমআর ১৬ জুন নামাজের পর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জুমআর নামাজের পর শহরের ডিআইটি এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদ ও নির্বাচন কমিশনানের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উনাদের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। এবং সেই সাথে বর্তমানের সরকারের অধীনে তারা আগামীতে কোনো নির্বাচনে যাবেন না বলে প্রতিজ্ঞা করেন। জাতীয় সরকারের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান
সমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে শহরের চাষাঢ়া এলাকা পর্যন্ত এসে শেষ হয়। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল জমায়েত হয়। মিছিল থেকে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেয়া হয়। সেই সাথে লোকে লোকারণ্য হয়ে উঠে।