বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রসার হিফজ বিভাগের ছাত্রদের জন্য ভবন নির্মাণ কাজের পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান৷
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভবন নির্মাণ কাজ পরিদর্শন করতে যান সেলিম ওসমান। সাথে নিয়ে যান তার সহধর্মিণী নাসরিন ওসমানকে।
সেলিম ওসমান বলেন, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তখন শুধুমাত্র একটাই চিন্তা ছিল। এখানে আমরা ৪০ থেকে ৬০ জন বাচ্চার জন্য অত্যাধুনিকভাবে কোরআন শিক্ষাদান, কোরআনের হাফেজ, কম্পিউটার, ইংরেজী, বাংলা কোনো কিছুতেই একজন ছাত্র হিসেবে যেন তাদের কোনো রকমের অসুবিধা না হয়, সে ব্যবস্থা করবো। আমরা এটা প্রথমে তিন তলা বানাতে চেয়েছিলাম আপাতত এটা চার তলার জন্য কাজ চলছে।
তিনি আরও বলেন, চারতলার পরেও যদি আল্লাহ আমাকে আর্থিক সামর্থ দেন তাহলে এটা ৫ তলা অথবা ৬ তলা হতে পারে। আমি যতদিন বেঁচে আছি এটার কাজ চলমান থাকবে। আমার ছোট ছোট সোনামনিরা অবশ্যই এদেশের হাল ধরবে। এই আশাই আমি করি। আমি চাই এদের কাছে যেন আমার লাশটা হস্তান্তর করা হয়। এখানে এতিমখানা থাকবে। যদি আমার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে এই গোরস্থানে যেন আমার কবরটা দেয়া হয়৷
সেই ঘোষণা মোতাবেক গত ২৬ জুলাই নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এতিমদের জন্য ৬ তলা ফাউন্ডেশনে ৩ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়। আগামী কিছুদিনের মধ্যেই ১ম তলা ছাদের ঢালাই দেয়া হবে।