ঈদের রাত (বৃহস্পতিবার ২৯ জুন) ১১ টায় নবীগঞ্জ ফেরিঘাট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, ছাত্র ও ব্যারিস্টারের সাথে মারামারির ঘটনা ঘটে এই ঘটনায় অন্ততঃ ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে১. জুনায়েত (১৭), ২. আন্দর (১৫)৩.আলফা (১৬),৪. মশিউর (২৮), ৫.জুয়েল (২৭)৬. এস আই বোরহান উদ্দিন (৪৬), ৭. রায়হান (২৪), ৮.শুভ (৩২) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ব্যারিস্টার ও ছাত্রসহ কয়েকজনকে হাতকড়া পড়িয়ে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে ।

আহতদের মধ্যে কয়েকজনের আবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক শুভজিৎ রায়।

দুই ছাত্র, ব্যারিস্টার এবং কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হলে প্রথমে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা প্রদান করে ব্যারিস্টার ও ছাত্রদের গ্রেফতার দেখায় সদর থানা পুলিশ।

পরবর্তীতে পুলিশ সুপারের সাথে মুঠোফোনে কয়েকদফা আলোচনা করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানের অনুরোধে জরুরী বিভাগের (ঈদ কালীন) চিকিৎসক শুভজিৎ রায় গুরুতর আহত সাত (৭) জনকে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করেন।

ঈদের দিবাগত মধ্যরাতে এমন ঘটনায় বন্দর উপজেলার ফরাজীকান্দা ঢালি বাড়ি এলাকায় অবস্থিত ‘অটিজম চাইল্ড মডেল একাডেমির প্রিন্সিপাল হাসিনা শিমু নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে উপস্থিত হয়ে অভিযোগ করে বলেন আমার ভাই একজন ব্যারিস্টার এবং দুই ভাতিজা মাদ্রাসা ছাত্র, তাদের কে পুলিশ একেবারেই বিনা কারণে এভাবে মারপিট করে গুরুতর আহত করেছে । এই মারামারি ঘটনার ফুটেজ আমি কালকে সকালে দেবো । কিন্তু এই হামলা যে পুলিশ করলো তার জের (বিচার) কি হবে ?

এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ হাসপাতালে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, নবীগঞ্জ ঘাটে মারামারির ঘটনা ঘটেছে । পুলিশ সহ আহত হয়েছে কয়েকজন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে । তদন্ত করে পূর্ণাঙ্গ ঘটনা বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *