না’গঞ্জ বন্দরে ডিজিল্যাব ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
নারায়ণগঞ্জ বন্দরে ডিজিল্যাব ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বন্দর থানাধীন হাজী সাহেবের মোড় এলাকায় হাজী আঃ হাই সুপার মার্কেটের ২য় তলায় এর আনুষ্ঠানিক পর্দা উঠে। প্রায় অর্ধাশতাধিক চিকিৎসা সেবার সুবিধা নিয়ে যাত্রা করা এই চিকিৎসালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। তিনি বলেন, বন্দর এবং সোনারগাঁও এর সংযোগস্থলে এই সেন্টারের উদ্বোধনের ফলে কয়েকলক্ষ মানুষ এর সুবিধাভোগ করবে। জরুরি চিকিৎসার জন্য দূর-দূরান্তে না গিয়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীরা উন্নত চিকিৎসা পাবে বলে আমি আশা করি। আমি এই ডায়াগনস্টিক সেন্টারের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।
ডিসিএইচ, সিসিডি(বারডেম) (এমবিবিএস) ডাঃ মোহাম্মদ মশিউর রহমান অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আরিফ মাসুদ বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ও ফাহমিদা লতিফ প্রমূখ।#