নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ পর হত্যা মামলায় দু’জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত। রোববার দুপুরে বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলঃ- সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন ও নরসিংদী জেলার পাইচারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় শিশুর মামা নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *