নাসিক ২২ নং ওয়ার্ডস্থ বাবরি জামে মসজিদ ও বন্দর ইউনিয়নস্থ উত্তর কলাবাগ পঞ্চায়েত কমিটি গঠন, উজ্জ্বল সভাপতি, বিপ্লব সম্পাদক
নাসিক ২২ নং ওয়ার্ডস্থ বাবরি জামে মসজিদ ও বন্দর ইউনিয়নস্থ উত্তর কলাবাগ পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত এলাকার বাড়ীওয়ালাদের সম্মতিক্রমে প্রাথমিক ভাবে তিন মাস সময় দিয়ে মোঃ উজ্জ্বল আহমেদকে সভাপতি ও মোঃ বিপ্লব হাসান’কে সাধারণ সম্পাদক করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৮ জুলাই) এশার নামাজের পূর্বে উত্তর কলাবাগ এলাকায় কমিটি গঠন উপলক্ষে এলাকাবাসীর আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে এ কমিটি করেন অনুষ্ঠানের সভাপতি বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ। অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর ছিদ্দিক বাড়ীওয়ালাদের উদ্দেশ্যে বলেন, এখন কিন্তু মাদকের প্রভাবটা বেশি। এ থেকে পরিত্রাণ পেতে হলে প্রতিটি পরিবারে সন্তাদেরে শিক্ষা দিতে হবে। এলাকায় মাদক, ইউটিজিং, কিশোরগ্যাং এগুলোর উৎপাত বেড়ে গেছে। সমাজের সুশিল ব্যাক্তি যারা আছেন তাদের এগুলো কাম্যনা। এগুলো থেকে যদি পরিত্রান চান তবে এ পঞ্চায়েতের যারা আছেন তাদের সন্তানদের ভালো করতে হবে। আপনাদের পঞ্চায়েত থেকেই শুরু করেন এখানে কোন মাদক থাকবে না। এখানে কোন কিশোরগ্যাং থাকবে না। এখানে চায়ের দোকানে কোন বাজে আড্ডা চলবে না।
ওসি আরও বলেন, আমাদের সাথে আপনারা যদি থাকেন তাহলে আর আইন প্রয়োগ করা লাগে না। কালকে থেকে আমি বন্দর রেলগেইট থেকে নবীগঞ্জ পর্যন্ত মোড়ে মোড়ে আপনাদের সন্তানদের কোন আড্ডা দেখতে চাইনা। দোষ কিন্তু আমাদের। আমরা বাচ্চাদেরকে অগের মতো শাষন করি না। দেখলে এড়াইয়া যাইগা। আর আগের মতো বাচ্চারা মুরব্বিদের দেখলে সম্মান করেনা। সালাম দেয় না এগুলো কিন্তু আমাদের পরিবার থেকে শিখাইতে হবে। আমরা যদি নিজ নিজ পরিবার ঠিক করি তবে সবাই কিন্তু ঠিক হয়ে যাবে। আর সবাই ঠিক হয়ে গেলে পুরা রাষ্ট্রই ঠিক হইয়া যায়।
মেঃ ওসমান গনির সঞ্চালনায় নতুন কমিটিনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা খান মাসুদ,
আরও বক্তব্য রাখেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার, হাজী মহিউদ্দিন, মাইনুদ্দিন মানু, রায়হান, পাবেল খান, রিপন ফকির, মনির হোসেন, জাকির হোসেন, জুলহাস উদ্দিন দানেশ, রহিম মিয়া, জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম, সানোয়ার হোসেন, খোরশেদ, আমজাদ, জুম্মান, খালেদ সাইফুল্লাহ প্রমূখ।
এসময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ভবিষ্যত পঞ্চায়েত কমিটি সুন্দর ভাবে পরিচালনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।