নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিউল আউয়ালের উদ্যোগে দোয়া ও গণভোজ
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়ালের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ সম্পন্ন হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বাদ আছর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগে এ দোয়া মাহফিল ও গণভোজ সম্পন্ন হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাবসায়ী আলম সাহেব, সমাজ সেবক অহিদ মিয়া, মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলম চাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শাসনেরবাগ নূর মসজিদ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্র সমাজ নেতা লিটন আহমেদ, রবিন আহমেদ, তারেক রহমান, জাহিদ হাসান, রাহিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান ও পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানে’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।